মতাদর্শের ক্ষেত্রে সুফিবাদ ইসলাম ধর্মেরই একটি শাখা। এমন ধারণার বিরুদ্ধে একটি মতাদর্শ বহাল থাকলেও তার অনুসন্ধান হয়েছে খুবই কম। সুফিবাদের শ্বাসমূলটা যা বলে তার ভিত্তিতে পেছনে গেলে এর একটা সুচিন্তিত মতাদর্শিক ভিত্তি পাওয়া যায় । সুফিবাদের রহস্যময়তা, পরমাত্মা, ভক্তিবাদ ইত্যাদি দ্বারা অভিহিত করা হয়। আর এইটি একেবারেই সত্য, ধর্ম হিসেবে ইসলাম ছাড়া, হিন্দু ও খ্রিস্টিয়…
[সারসংক্ষেপ : কোরআন এবং হাদিসের নির্যাস হলো শরিয়ত এবং সুফিবাদ। শরিয়ত এবং সুফিবাদ পারস্পরিক সম্পর্কযুক্ত দু’টি বিষয়। এদের একটিকে বাদ দিয়ে অন্যটি অর্জন অসম্ভব। মহান আল্লাহর সান্নিধ্যে পৌঁছার প্রথম ধাপ শরিয়ত হলে চূড়ান্ত পর্যায় হবে সুফিবাদ। পৃথিবীতে প্রেরিত সকল নবি—রাসুলগণই শরিয়তের সকল বিধিবিধান পুঙ্খানুপঙ্খভাবে মেনে চলে সুফিবাদের অনুশীলনে আত্মনিয়োগ করেছিলেন। কোরআনের বহুস্থানে শরিয়ত এবং আধ্যাত্মিকতা…