Skip to content Skip to footer

প্রটিষ্ঠানসমূহ

Alla'HU' is my anchor in the stormy sea. It calms me. It uplifts me, and opens my heart so much that I think I can’t hold any more love. 'HU' shows me that I can.

Khaja Osman Faruqee

পরিচিতি

সূরা বাকারার ১৩৮ নং আয়াতে আল্লাহ বলছেন, “(বল,) আমরা আল্লাহর রং গ্রহণ করলাম। আর রং এর দিক দিয়ে আল্লাহর চেয়ে কে অধিক সুন্দর? আর আমরা তাঁরই ইবাদাতকারী।” পরিচয়হীন সত্তার সাথে যোগাযোগ করার জন্য পরিচয়হীন হয়ে উঠতে হবে। এছাড়া ভিন্ন কোন রাস্তা নেই। তাহলে আল্লাহর রং বা পরিচয় কি? সেটা হলো পরিচয়হীনতা। এরচেয়ে সুন্দর পরিচয় আর কি হতে পারে? ঠিক এজন্যই প্রায় সকল নবী-রাসূল, অলি-আউলিয়া, মুনি-ঋষিরা তাঁদের জীবন সাধনায় পরিচয়হীন হয়ে উঠেছেন। তাঁদের নিজ নিজ সময়কার সকল পরিচয়গুলোকেই তাঁরা নাকচ করেছেন বা ঐসব পরিচয়ে নিজেদেরকে সীমাবদ্ধ রাখেননি । এজন্য তাঁদেরকে সংগ্রাম করতে হয়েছে পরিচয়বাদীদের সাথে। খাজা ফারুকী এমনই একজন যিনি পরিচয়হীন থাকতেই পছন্দ করেন ৷

খাজা ওসমান ফারুকী জন্মেছেন বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম শহরে এক সম্ভ্রান্ত পরিবারে, পারিবারিকভাবেই আধ্যাত্মিক পরিবেশে বেড়ে উঠেছেন। শিক্ষা-দীক্ষা, ধর্ম, আধ্যাত্মিকতা ও ধ্যান চর্চার হাতেখড়ি মা-বাবার কাছেই। তিনি একজন আলোর অভিযাত্রী, প্রকৃতিপ্রেমী, ভালোবাসেন বই পড়তে এবং প্রাচীন শহর আর সভ্যতায় ঘুরে বেড়াতে। ইতিমধ্যে তিনি ভ্রমণ করেছেন, ভারত, আরব আমিরাত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সৌদি আরব সহ ১৩টি দেশ। ভালোবাসেন ধর্মচর্চা, নীরবতা ও চিন্তা করতে। তিনি চিন্তা নিয়েই বেশি চিন্তা করেন, লিখেছেন নিজস্ব চিন্তার বয়ান “যে পথ আমার পথ”, আরো লিখেছেন “সুফি মেডিটেশন” এবং আধ্যাত্মিক চিন্তাধারার গবেষণামূলক সাময়িকী “সুফিনামা” সম্পাদক ও প্রকাশক। লেখার চেয়ে পড়তে বেশি ভালোবাসেন, মঞ্চের সামনের সারি থেকে নেপথ্যের কারিগর হওয়াটা তার বেশি পছন্দ ।

WhatsApp Image 2024-07-28 at 19.49.49_5287bca9

বহুমুখী প্রতিভার অধিকারী, খাজা ফারুকী সুস্থ, সমৃদ্ধ আলোকিত চিন্তাশীল প্রজন্ম গড়ে তোলার লক্ষে উদ্ভাবন করেছেন সুফি মেডিটেশন মেথড কোর্স। মানসিক প্রশান্তি, সর্বাঙ্গীণ সুস্থতা ও আধ্যাত্মিক জীবনযাপনের সহজ বিজ্ঞান বিষয়ক এমন অসাধারণ এবং যুগ-সমস্যার সমাধানমূলক কোর্স বাংলাদেশে বাংলা ভাষায় এটাই প্রথম। তিনি এক নীরব সাধক, মানবহিতৈষী এবং সংগ্রামী মানুষ। সমাজ-চিন্তক ও তরুণ সুফি ধর্মতত্ত্ববিদ।

তিনি ধ্যান-ধারণায়, চিন্তাভাবনায়, সুফিভাবাদর্শকে সম্প্রসারণ ও মানব কল্যাণে নিবেদিত প্রাণ ৷ প্রতিষ্ঠা করেছেন বহুমুখী সেবা ও গবেষণাধর্মী সংগঠন সুফি স্পিরিচুয়াল ফাউন্ডেশন এবং ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নে সুফিনগর কমপ্লেক্স ৷

সুফি সংস্কৃতি, সুফি চেতনার ইতিহাস ও ঐতিহ্যকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছেন। তিনি সুফিতত্ত্বের মহান পুরুষ খাজা মঈনউদ্দিন চিশতি এর আধ্যাত্মিক সিলসিলা চিশতিয়া তরিকার একজন প্রগতিশীল আধ্যাত্মিক শিক্ষক। চলমান দৃশ্যের অন্তরালে, বাস্তবতার মিহিপর্দার নেপথ্যে, অন্তঃসলিল পৃথিবীর হাড় খাজা ফারুকীর চিন্তার মনিটরে এক্স-রে রিপোর্ট হয়ে ধরা দেয়। দৃশ্যত মুক্ত, অথচ ভেতরে ভেতরে সব মানুষই কেমন বন্দিত্ব বোধের নিদারুণ যাতনায় ছটফট করছে! তাই তিনি খুঁজেন মুক্তির রেখা, প্রতিষ্ঠা করেছেন সুফি সেন্টার। তিনি আল্লামা জালাল উদ্দিন রুমি'র প্রেম দর্শনের ভাবধারায় প্রভাবিত হয়ে অবগাহন করে চলছেন সুফি প্রেমের ঝর্ণাধারায় ।

সমাজ, ধর্ম-দর্শন, আধ্যত্মিকতা ও সুফি মেডিটেশন নিয়ে কাজ করছেন তিনি। আমৃত্যু থাকতে চান সেবা প্রেম আর সাধনার সরল পথের পথিক হিসেবেই ।

ড. মো. নূরে আলম
সহযোগী অধ্যাপক,
ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

I am interested in change. I am interested in awakening – I feel we can do this together because I have changed so much in my own little life.

Khaja Osman Faruqee

Within the realm of Sufi spirituality, one name stands out as an illustrious figure who played a pivotal role in reviving and disseminating the profound teachings of Sufism. 

Khaja Osman Faruquee (Khaja’ji), a renowned Sufi progressive spiritual teacher, is celebrated as the founder of the Sufi Spiritual Foundation and credited with inventing the transformative Sufi Meditation Method. He is a master teacher of Sufi  meditation and Sufi philosophy, He believes that meditation opens the door to every personal achievement. His life and work have left an indelible mark on the lives of countless seekers, guiding them on the path of divine love and spiritual realization.

Khaja Osman Faruquee (Khajaji)  is a multi-dimensional personality. He is a humanist, social activist, a reformer and claims to serve humankind. But he is even more than this. He is primarily a spiritual scientist and an Sufi progressive spiritual teacher. He takes life in totality and wants to bring about a peaceful spiritual revolution in human consciousness, which will then transform society. To enlighten man and enlighten the Universe is the motto of his life. The overall ethos of his Messages is universal peace and spreading the message of truth, love and compassion. While the focal point is the scripture itself, Khajaji draws upon examples from other religions and invites people from all faiths to attend the discourse.

The Life of Khaja Osman Faruquee:

Although Khaja Osman Faruquee hails from a culturally rich and socially respectable family of Boalkhali Upazila in Chattogram distric. 

His thirst for spiritual knowledge and his innate inclination towards divine wisdom became evident from a young age. As he grew older, he embarked on a journey of self-discovery, seeking answers to the profound questions of existence and the true purpose of life. Not surprisingly, over the years he has established himself as a renowned philosophical thinker, meditation teacher , progressive spiritual teacher, humanitarian worker, and love and peace activist. Even though he does not lack institutional education in traditional sense, he is quite self-taught in diversified fields which expands from the areas of religion and religious literacy: traditional and scriptures, Quranic Wisdom & philosophy, Arab-Islamic history: from tribes to empire, science of religion, comparative religion, and multi-faith study to the areas of conflict and peace, theosophical Sufism and meditation and spirituality, to name a few. As a torch-bearer and an accomplished organizer, he has been serving the society with various knowledge initiatives and different endeavors for several years now. While his core devotion lies in practising religion and diving deep into the thoughts of pattern, nature and human traits in solitude, he also loves to roam around old towns and civilizations. Apart from his profound reading habit, Khaja Faurquee also often writes on different aspects, including essays, Islamic Nasheeds, and Sufi poetries. Time and again he engrosses himself in the poetic translation of the holy Quran.

Being endowed with versatile talent, Khaja Faruquee has written a book titled “My Own Path”, which tells us of his very own thoughts on spirituality and meditation along with Sufism and unquestionably bears the signature of his enviable quality. Furthermore, he is the editor and publisher of a prominent tri-monthly Sufi magazine called #Sufinama” which has been critically acclaimed by the contemporary thinkers and well-received by the avid readers of the society. Influenced by the spiritual teachings of the great Sufi thinkers like Khaja Moinuddin Chisti and Allama Jalaluddin Rumi, Khaja Faruquee has devoted his life to the research of Sufism. 

Over the last several years, he has participated in a number of courses that are concerned with spiritual meditation, lifestyle, and muraqaba (a Sufi way of connecting with the Almighty creator). Despite Khaja Faruquee intrinsically leans towards spiritual journey, he does not forget the mundane aspects of human lives, which prompted him to work relentlessly in various towns and districts of Bangladesh focusing primarily on mental health, young leadership, and ethical training.

His Encounter with Sufism:

It was during his quest for spiritual truth that Khaja Osman Faruquee encountered Sufism. Drawn by the mystical allure of the Sufi path, he found solace in the poetry of Rumi, Hafiz, and other great Sufi poets, who eloquently expressed the language of the heart and its yearning for divine union. Inspired by their words, Khaja Faruquee embarked on a deeper exploration of Sufi teachings and practices.

Founding the Sufi Spiritual Foundation

Guided by his inner vision and spiritual experiences, Khaja Osman Faruquee established the Sufi Spiritual Foundation as a sacred space for seekers to delve into the profound depths of Sufi spirituality. The Foundation became a sanctuary for individuals from diverse backgrounds, offering a welcoming environment where the teachings of love, tolerance, and unity flourished. Apart from that, an orphanage (Shishu Sadan Hifzul Quarn Model Madrasa), an old age home (Birrul Walidain Bridhashrom), a library, and a Sufism research center are going to be established soon by Osman Faruquee at Harualchari Union in Fatickchari Upazila. In addition to that, Sufinagar Complex is being built with a view to introducing and providing a technology-based education system coupled with religious teachings for children.

The Sufi Muraqaba Method:

Khaja Osman Faruquee’s most significant contribution to Sufism was the formulation of the Sufi Muraqaba Method. This method was designed to be a comprehensive approach to meditation that integrated the mystical teachings of Sufism with practical techniques for inner transformation.

The key elements of the Sufi Spiritual Meditation method include:

Dhikr and Mantra Chanting: The repetition of sacred names and mantras to invoke the presence of the Divine and attune the seeker’s consciousness with the divine frequencies.

Breathing Techniques: Incorporating rhythmic and mindful breathing patterns to bring focus and tranquillity to the mind, leading to a deeper meditative state.

Visualization and Inner Journey:

Encouraging seekers to explore the inner realms of consciousness through guided visualization, helping them connect with the divine light within.

Self-Reflection and Purification: Promoting introspection and self-awareness, guiding seekers to identify and release negative emotions and thought patterns.

Surrender and Fanaa: Cultivating a sense of surrender and egolessness, leading to the experience of Fanaa, the annihilation of the self in the Divine.

Legacy and Impact:

Khaja Osman Faruquee’s profound teachings and the Sufi Meditation method continue to resonate with spiritual seekers worldwide. His legacy lives on through the Sufi Spiritual Foundation, which continues to foster a community of love, peace, and spiritual growth.

Khaja Osman Faruquee, as the founder of the Sufi Spiritual Foundation and the inventor of theSufi Meditation method, left an enduring impact on the world of Sufi spirituality. Through his teachings and practices, he illuminated the path of divine love and inner transformation, guiding seekers on a journey towards spiritual enlightenment. 

His dedication to the principles of Sufism continues to inspire and uplift countless souls, bridging the gap between the material and spiritual realms, and fostering a deeper understanding of the universal message of love and unity within Islam.

খাজা'জীর লিখিত বই

সুফি মেডিটেশন

সুফি মেডিটেশন চর্চা আমাদের মস্তিষ্কের নিউরোপ্যাথের মাধ্যমে শারীরিক পরিবর্তন ও উন্নয়ন সাধন করে

খাজা ওসমান ফারুকী

প্রতিষ্ঠাতা, সুফি সেন্টার

গুণীজনদের
ভাবনা

যে নজর থেকে প্রথম সূর্যালোকের মত ছড়িয়ে পড়ে ঐশীপ্রেমের উজ্জ্বল জ্যোতি, যে কন্ঠ থেকে নিঃসৃত হয় রাসুলুল্লাহ [সা.]-এর প্রতি ভালোবাসার অমৃত সুধা, যে হাতের ছোয়ায় মানুষের মনের দুঃখ যাতনার অবসান ঘটে এবং মানুষের সুখে -দুঃখে যিনি সবসময়ই পাশে দাঁড়িয়ে যায় তিনিই আমাদের প্রিয় খাজা ওসমান ফারুকী। সুফিনামার সম্পাদক, সমাজ-চিন্তক ধর্মতত্ত্ব‌বিদ খাজা ফারুকী ভাইজান একজন উৎসর্গপ্রাণ মানুষ, আত্মপ্রত্যয়ী নন্দিত একজন আদ্যোপান্ত্য নিরহংকার সুফি মানুষ। প্রেমিক মানুষ। সাদা মনের মানুষ।

মোহাম্মদ শফিকুল ইসলাম আস সাঈদী আল কাদেরী

মোহাম্মদ শফিকুল ইসলাম আস সাঈদী আল কাদেরী

চেয়ারম্যান, আঞ্জুমানে হামেদীয়া সাঈদীয়া কাজেমী কমপ্লেক্স, বাংলাদেশ

খাজা ফারুকী এমন এক ব্যক্তিত্ব- যাঁর সম্মোহনী চারিত্র্য-মাধুর্যে মুগ্ধ না হয়ে পারা যায় না। একবিংশ শতাব্দীর অস্থির-উন্মত্ত পৃথিবীতে যেন কেউ সুস্থির নেই। পুঁজিবাদী সমাজব্যবস্থা মানুষের আত্মার সমস্ত লাবণ্যটুকু শুষে নিয়েছে। মানুষ হয়ে উঠছে নীরস, শুষ্ক-নির্জীব এক প্রাণসত্তা। বিপর্যস্ত মানবকল। মানবিক বিপর্যয় সর্বত্র! সংকটময়, টালমাটাল সময়ে একজন মানুষ ভাবসাধেকর মতো নিবিষ্টচিত্তে মানবমুক্তির জন্য নিরলস কাজ করে যাচ্ছেন। এই কাজ সুফিসাধকের কাজ। একজন মুনি-ঋষিদের মতো যোগ এবং ধ্যান তাতে সক্রিয়। ধ্যানী এই সাধকের নাম খাজা ফারুকী। আমি তাঁর সার্বিক কল্যাণ কামনা করছি। মানবকল্যাণে তাঁর মহান ব্রত সফল হোক।

প্রফেসর ড. মোহাম্মদ শেখ সাদী

প্রফেসর ড. মোহাম্মদ শেখ সাদী

অধ্যাপক, বাংলা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

খাজা ফারুকী (হিমাদ্রী) চিন্তা নিয়ে চিন্তা করেন। আমাদের তরুণ সমাজ, আমাদের যুব সমাজ ফেইসবুক ইন্টারনেট তথা ভার্চুয়াল জগতে ডুবে আছে। এখনো কিছু কিছু তরুণ আছেন, যারা দেশ জাতি বিশ্ব নিয়ে চিন্তা করেন। চট্টগ্রামে তেমনই একজন তরুণ সমাজচিন্তক জনাব খাজা ওসমান ফারুকী (খাজাজী)। জয় হোক মানুষের,জয় হোক প্রেমের এবং জয় হোক আমাদের ফারুকীর

অধ্যাপক ড. শিব প্রসাদ

অধ্যাপক ড. শিব প্রসাদ

অধ্যাপক

এ বিশাল ব্রহ্মাণ্ডের একটি ক্ষুদ্র সংস্করণ হচ্ছে মানুষ। প্রতিটি মানুষই একেকটি অণুবিশ্ব।
কোরআন যখন নাজিল হয় তখন পাহাড়-পর্বত কারোরই সে যোগ্যতা ছিল না একে ধারণ করার। কিন্তু মানুষ পেরেছে।
কারণ, সে যে একটা অণুবিশ্ব। আর এ অণুবিশ্বই কেবল পারে মহাবিশ্বকে ধারণ করতে।
সুফিজমের মূল কথাও এটাই মানুষের মধ্যে আছে একটা অসীমের বোধ। অন্য কোনো প্রাণী কিংবা অস্তিত্ব, যত শক্তিশালীই সে হোক, আর কারো মধ্যে এটা নেই।
এই বোধের জাগরণ ঘটাতে খাজা ফারুকী সুফিতত্ত্ব নিয়ে কাজ করছেন নিরন্তর।
চিত্তের বিকাশ ও সমাজের কল্যাণে কাজ করছে খাজা ফারুকী।

আমরা জানি বাবা-মা’র পরিচয় অবলম্বন করে যারা বড়ো হয়, গর্ব করে, তারা আসলে ‘আগাছা’ হয়, ‘বটগাছ’ হয় না। #খাজাফারুকী একজনই যিনি নিজের কর্মদক্ষতায়, সেবায়,শিক্ষায়,আচার- আচরণে, বিশাল বটবৃক্ষ হিসেবেই নিজেকে ধীরে ধীরে প্রকাশ করছেন।

অধ্যাপক ডা. তাজুল ইসলাম (কাজল)

অধ্যাপক ডা. তাজুল ইসলাম (কাজল)

মনোবিজ্ঞানী, মনোবিশারদ, মনোশিক্ষাবিদ এবং ব্রেইন স্পেশালিষ্ট অধ্যাপক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনিস্টটিউট, ঢাকা

আলোর বিপরীতে অন্ধকার। ভালো এবং খারাপ। আলো এবং অন্ধকার, প্রাচীনকাল থেকেই সভ্যতার সহাবস্থান আছে।
দূর প্রাচ্যে Yin’ ‘Yany’ এর সহাবস্থান আজকের সভ্যতায় নানাভাবে প্রতিভাত।
অন্ধকার দুঃখ আর কষ্টের, মানুষ তা থেকে পরিমাণ চায়; সভ্যতার বিনির্মাণ এখান থেকেই শুরু।
সেই যে শুরু থেমে নেই চলা, অবগাহন করেছি আমরাও। আলো কী? কথা না। শক্তি? বিজ্ঞান বলছে দুটোই।

UCSB I Light is a Yarn of energy. Light is actually electronic radiation. Making electric charge or moving electric electrons (electric Current) causea magnetic field.’

আলো যদি শক্তি হয়, তাহলে শক্তির বিচ্ছুরণই তার ধর্ম। সভ্যতা যদি আলো হয়। তবে তার সম্প্রসারণই এর ধর্ম।
ধর্ম যে কোনো নৈতিকতার প্রয়োগে প্রাথমিক শর্ত হলো মনের পবিত্রতা সাধন।

সুফিবাদ আত্মাশুদ্বি আর পবিত্রতার চর্চা করে।
খাজা ওসমান ফারুকী একজন আলোকিত সুফি পথের পথিক।

প্রফেসর ড. ওবায়দুল করিম

প্রফেসর ড. ওবায়দুল করিম

উপাচার্য, বিজিএমইএ ইউনিভার্সিটি, চট্টগ্রাম।

শুদ্ধতা অর্জন মানবজীবনের একটি বড় অর্জন। একদিনে, এক বছরে তা অর্জিত হয় না। বহু বছরের বহু রকমের সাধনার ফল হচ্ছে পরিশুদ্ধতা। শুদ্ধতা অর্জিত হলে মানুষের মাঝে অভূতপূর্ব এক পরিবর্তন ঘটে, উদ্ভব ঘটে এক ধরনের অন্তর্দৃষ্টির।
এটি একটি তত্ত্ব- সম্ভবত প্রাচীন তত্ত্ব এবং একই সঙ্গে মৌলিক তত্ত্বও বটে। পন্ডিতজনেরা মনে করেন, এই তত্ত্বের চর্চাটি পরমজ্ঞান লাভের একটি মাধ্যম।
মানবমনের গতানুগতিক শক্তিবলে নয়, এক ধরনের প্রগাঢ় অন্তদৃষ্টি বা অতীন্দ্রিয় অনুভব শক্তির সাহায্যেই কেবল পরাতাত্ত্বিক ও পারমার্থিক ঐশী জ্ঞানের সন্ধান পাওয়া সম্ভব।
খাজা ওসমান ফারুকী সেই জ্ঞান পথের বাঁকে-বাঁকে চলা পথযাত্রী।

প্রফেসর ড. সাইয়্যেদ মাহফুজুর রহমান সিদ্দিকী চিশতি

প্রফেসর ড. সাইয়্যেদ মাহফুজুর রহমান সিদ্দিকী চিশতি

জামিয়া মিল্লিয়া ইসলামিয়া, নিউ দিল্লি

আমরা দেখতে শিখি, শব্দ ব্যবহার শুরু করবার আগেই। এই দেখা জগতে আমরা আমাদের অবস্থানকে প্রতিষ্ঠিত করি, সেই পৃথিবীকে আমরা ব্যাখ্যা করি। এই জগতে আমরা যা দেখি, আর যা জানি, এ দুয়ের মধ্যে বিস্তর ফারাক। প্রতিদিন সন্ধ্যায় আমরা ‘দেখি’ সূর্য অস্ত যাচ্ছে, অথচ বাস্তবতা কী? সূর্যাস্তের দৃশ্যটির সাথে কেমন যেন ঠিক মানানসই বলে মনে হয় না। খাজা ওসমান ফারুকীকে আমি কীভাবে দেখি- সেটা আমার কাছে যেমন, আপনার কাছে তেমন নাও হতে পারে।
এ পৃথিবীতে যারা মানবকল্যানের উদ্দেশ্যে সৃজনশীল কাজ করেছেন, সাহিত্যচর্চা, বিজ্ঞানচর্চা
কিংবা দর্শনচর্চা, কিংবা মানব সেবা- কিংবা ধরুন, সুফি সাধকদের যারা নতুন কথা বলেছেন, তারা সবাই প্রথমে তাদের নিজ সম্প্রদায়ের মানুষের কাছে বাধাপ্রাপ্ত হয়েছেন। পরবর্তী সময়ে তারাই যখন আবার নিজ নিজ কাজের জন্য ইতিহাসে মর্যাদার আসন লাভ করেছেন, তখন তারা তাদের নিজ সম্প্রদায়ের মানুষের কাছেও গর্বের ধনে পরিণত হয়েছেন। অথচ জীবদ্দশায় তারা নিজ সম্প্রদায়ের মানুষ দ্বারা কতো না দুর্ভোগ ভুগেছেন। আমাদের খাজা ওসমান ফারুকী তেমন পরিস্থিতির শিকার না হোন, সেটি আমার প্রত্যাশা।

তিনি মানবিক উচ্চতায় প্রতিষ্ঠিত এক নীরব সাধক, মানবহিতৈষী এবং একজন সংগ্রামী মানুষ। প্রজ্ঞার আলো পিয়াসী এই মানুষটি মেধা ও মননে একদিন আকাশ ছুঁয়ে যাবে তার ইঙ্গিত আমরা অনেক আগেই পেয়েছি।
তাই তাঁর সুস্থ, সুন্দর ও নিরাপদ জীবন কামনা করি।

লে.কর্ণেল প্রফেসর ড. এম শফিকুল আলম

লে.কর্ণেল প্রফেসর ড. এম শফিকুল আলম

অধ্যাপক,(অব.) দর্শন বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

খাজা ওসমান ফারুকী। এই তরুণ সুফি মতবাদের একনিষ্ঠ, নিবেদিত প্রাণ অনুসারীই শুধু নন, সুফিবাদ প্রচার ও প্রসারের একনিষ্ঠ এক কর্মী। এ বয়সেই তিনি যেসব উদ্যোগ নিয়েছেন তা আমাকে অভিভূত করেছে। তিনি মূলতঃ চিশতিয়া,কাদেরিয়া, রেফায়ীয়া, আশ্রাফিয়া এবং আবুল উলায়ী তরিকায় বায়াতপ্রাপ্ত। দিল্লির জামেয়া মিল্লিয়া ইসলামিয়া থেকে তাসাউফের একাডেমিক বিষয়গুলির উপর প্রশিক্ষন প্রাপ্ত। এই প্রশিক্ষন গ্রহণে তিনি সুলতানে বাংলা হযরত শাহজালাল (রা. আ.)’র সহচর ইতিহাসখ্যাত সিপাহসালার সৈয়দ নাসিরুদ্দীন রহ. এর বংশধর ড. সৈয়দ মাহফুজুর রহমান সিদ্দিকী চিশতির নির্দেশনাধীন ছিলেন।

সুফি মেডিটেশন ও মুরাকাবা প্রশিক্ষনের জন্য প্রতিষ্ঠা করেছেন, সুফি সেন্টার। যে প্রতিষ্ঠান থেকে তিনি নিজেই নিজস্ব ধারায় সুফি মুরাকাবা বা মেডিটেশন এর ক্লাস, কোর্স এবং মুরাকাবার প্রশিক্ষন দিয়ে যাচ্ছেন।
আমি তাঁর জন্য দোয়া করি।
আল্লাহ সফলতা দান করুন।

প্রকৌশলী সৈয়দ গোলাম মুরসািলিন চিশতী

প্রকৌশলী সৈয়দ গোলাম মুরসািলিন চিশতী

মুস্তাজিমে দরবার, পন্ডিতসার চিশতিনগর খানকায়ে চিশতীয়া।

আজকের এই সময়ের সমাজটা টালমাটাল। এখানে সচরাচর গুণী জন্মায় না, আর কিছু কিছু জন্মালেও আমরা তাদেরকে যথাযথ সম্মান জানাতে কুণ্ঠাবোধ করি! এমন-ই এক ব্যতিক্রমধর্মী সমাজের মধ্যে আমাদের বসবাস, বেড়ে ওঠা আর কাজ করে যাওয়া। চারদিকে যখন আলো খুঁজি, ভালো মানুষ খুঁজি; তখন কূল কিনারা পাই না। অন্ধকার, এবং গাঢ় অন্ধকার! এমনই এক গহীন অন্ধকারের মাঝে দূর থেকে আলোকবর্তিকা দেখতে পাই, দেখি, আর ভালো কিছু প্রত্যাশা করি। ঠিক তেমনই একজন ভালো মানুষ, আলোর অভিযাত্রী খাজা ওসমান ফারুকী।

আগামীর দিনগুলোতে অসীম সাহসিকতার সাথে আলো ও ভালোর দিকে থাকার প্রত্যাশা অন্য অনেকের মত আমারও। ভীষণ ভালো থাকুন তিনি-আলোর সাথে থাকুন। আলো বিকিরণ করুন, পথ দেখান-পথ হারাদেরকে। শুভ হোক তব পথচলা…

ডক্টর মুহাম্মদ কামাল উদ্দিন

ডক্টর মুহাম্মদ কামাল উদ্দিন

প্রতিষ্ঠাতা প্রিন্সিপ্যাল, রেসিডেন্সিয়াল মডেল স্কুল এণ্ড কলেজ, হালি শহর, চট্টগ্রাম।

বিশিষ্ট সংগঠক, সুফি গবেষক, সমাজসেবী এবং বহু ধর্মীয় ও সেবামূলক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক খাজা ওসমান ফারুকী।
অনেক মানবিক ও আধ্যাত্মিক গুণে গুণান্বিত অনুকরণীয় ব্যক্তিত্ব। মানবকল্যাণ ও জনসেবায় নিজেকে উৎসর্গ করেছেন। আল্লাহ তায়ালা তাকে দীর্ঘ হায়াত দান করুন। জীবনের সর্বক্ষেত্রে তাকে কামিয়াব করুন। মহান রাব্বুল আলামিনের দরবারে এই দোয়া রইলো।

ড. এ. এস. এম. ইউসুফ জিলানী

ড. এ. এস. এম. ইউসুফ জিলানী

অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ প্রাইম বিশ্ববিদ্যালয়, ঢাকা।

কর্মজীবনে আমি মানবসম্পদ ব্যবস্থাপনার শিক্ষক। সেই সূত্রে মানুষের মনস্তাত্ত্বিক দিক নিয়েও ভাবার কিছুটা সুযোগ রয়েছে আমার। তাসাউফ জগতের একজন আগ্রহী শিক্ষার্থী আমি। নিজেকে খুঁজে বেড়াই- মানুষকে খুঁজে বেড়াই, এটাই আমার নেশা। এভাবেই পরিচয় খাজা ওসমান ফারুকীর সাথে। যেকোনো মানুষকেই সংজ্ঞায়ন করা যথেষ্ট কঠিন কাজ। খাজা ফারুকী সম্পর্কে সংক্ষেপে কিছু বলে তাঁর গুণাবলিকে কাঠামোবদ্ধ করা আমার উদ্দেশ্য নয়। আমার দৃষ্টিতে খাজা ফারুকী একজন দক্ষ সংগঠক (ব্যবস্থাপনার দৃষ্টিতেই দেখছি)। একজন অতি পরিশ্রমী ও সদালাপী মানুষ আপনি। সুফিবাদী অনেক কাজের মধ্যে আপনার যে কাজটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে তা হলো- সকল পথের (তরিকার) সুফিবাদী মানুষকে একই প্লাটফর্মে নিয়ে কাজ করার মানসিকতা ও প্রচেষ্টা। ভালো থাকবেন এবং মানুষের প্রতি আপনার ভালোবাসা প্রবহমান থাকবে সেই প্রত্যাশায়- আপনাকে আপনার পিতা-মাতাকে জানাই অভিনন্দন।

দয়াময় আপনার প্রতি আরো সদয় হোন। আমিন।

সৈয়দ আজহারুল ইসলাম

সৈয়দ আজহারুল ইসলাম

সহযোগী অধ্যাপক, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিসিপ্লিন খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা

নীতি-নৈতিকতা বিবর্জিত সমাজকে আধ্যাত্মিক ও নৈতিক বলে বলিয়ান করে আদর্শ সমাজ বিনির্মাণে যে সকল ব্যক্তি অগ্রণী ভূমিকা পালন করে আসছেন তাদের মধ্যে খাজা ওসমান ফারুকী এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে ব চলেছেন। তার প্রতিষ্ঠিত সুফি স্পিরিচুয়াল ফাউন্ডেশনের উদ্যোগে সামাজিক উন্নয়নমূলক বহুমুখী কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। সুফি চিন্তাধারার গবেষণামূলক সাময়িকী সুফিনামা পত্রিকা প্রকাশ করে সমাজে আলোকবর্তিকা হিসাবে কাজ করছেন। সুফি চিন্তক, সংগঠক, ধর্মত্তত্ববিদ খাজা ফারুকী সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্যও নিরন্তর ছুটে চলেন।
আমি তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সফলতা কামনা করছি।

প্রফেসর ড. মো. ওসমান গনী

প্রফেসর ড. মো. ওসমান গনী

চেয়ারম্যান, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়