কেন কুরআন বোঝাটা জরুরী?
হেদায়েতের বা পথপ্রদর্শনের মহাগ্রন্থ আল কুরআন। মানবজীবনকে সকল পথে, সকল উপায়ে, সকল মাত্রায় আলিঙ্গন করে, নিকষিত, বিকশিত ও বিভূষিত করে কুরআনের শিক্ষা। সত্যের সন্ধান করা এবং সত্যের কাছে পৌঁছানোর চেষ্টা মানুষের চিরায়ত অভ্যাস। মানুষের সামনে কিছু জিজ্ঞাসা এমন থেকেছে যার সমাধানে সে সর্বদা সংগ্রাম করে চলেছে। যেমন, তার নিজের অস্তিত্ব, বিশ্বজগতের…
