মানসিক
প্রশান্তি
সর্বাঙ্গীণ
সুস্থতা
আধ্যাত্মিকতা
সুফি মেডিটেশন মানে নিজেকে টুকরো টুকরো করে জানার সাধনা। দেহ মনে জমে থাকা বহু বছরের বিকার, যাতনা ও ব্যাধি থেকে মুক্তির সহজ উপায়। বাস্তব জীবনের উন্নতি, আধ্যাত্মিকতা, স্বাস্থ্য বা ফিটনেস যাই হোক না কেন, আপনার আকাঙ্ক্ষা অর্জনে আপনাকে সহযোগিতা করার জন্য আমাদের সুফি মেডিটেশন কোর্সের কোন বিকল্প নেই।
মুরাকাবা/মেডিটেশন যার অর্থ হল গভীর চিন্তা বা ধ্যান। মেডিটেশন হলো মনোযোগকে কেন্দ্রীভূত করার মাধ্যমে দেহ ও মনকে রিল্যাক্স করার সূক্ষ্ম কৌশল। এটি এমন একটি প্রাকৃতিক প্রক্রিয়া যার সাহায্যে আমাদের মানসিক চাপ ও উদ্বেগ হ্রাস পায়। মেডিসিন এবং মেডিটেশন দুটোই ব্যবহৃত হয় নিরাময়ের কাজে। মেডিসিন মূলত নিরাময় করে দৈহিক রোগব্যাধি। আর মেডিটেশন নিরাময় করে দেহ-মনের সকল সমস্যা। মেডিটেশনের পথ ধরেই ব্যক্তি চেতনা যুক্ত হয় মহাচেতনার সাথে।