ফাউন্ডেশনের চলমান কার্যক্রমসমূহ
সুফি স্পিরিচুয়াল ফাউন্ডেশনের মূল কার্যাবলি যা মানবকল্যাণে বাস্তবায়িত হয়-
- বিষয়ভিত্তিক সভা-সেমিনার, সিম্পোজিয়াম ও কর্মশালা’র আয়োজন।
- ফ্রি সুফি মেডিটেশন কর্মশালা।
- ত্রাণসামগ্রী বিতরণ এবং প্রাকৃতিক দুর্যোগে জরুরী ত্রাণ-সহায়তা।
ফাউন্ডেশনের পরিচিতি
সুফি ঐতিহ্য ,সংস্কৃতি ,চেতনা এবং সুফিভাবাদর্শের সরল সৌন্দর্যকে তরুণ প্রজন্মের কাছে পৌছে দেয়ার উদ্যোগই সুফি স্পিরিচুয়াল ফাউন্ডেশন ।
সুফি ভাবধারায় পরিচালিত একটি বহুমুখী সেবা প্রতিষ্ঠান। আত্মার জমিনে হোক প্রেমের চাষাবাদ এই স্লোগানকে সামনে রেখে দেশের ৫টি বিভাগের ১৫টি জেলায়, ৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়, ২টি মেডিকেল কলেজ এবং ৫টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে কাজ করে যাচ্ছে।
কেন সুফি স্পিরিচুয়াল ফাউন্ডেশন?
এখন পরিবেশজুড়ে ছড়িয়ে আছে দুনিয়াসর্বস্ব বস্তুবাদের প্রকট দুর্গন্ধ। সোশ্যাল মিডিয়াজুড়ে অর্থহীন ও কাণ্ডজ্ঞানহীন তরুণদের জয়জয়কার। এতসব সমস্যার ভিড়ে একজন তরুণের জীবনকে অর্থবহ করে তোলার ফুরসত কোথায়? বস্তুত বিরাট চ্যালেঞ্জের মুখে যুদ্ধটা এখানেই। তাই সুফি স্পিরিচুয়াল ফাউন্ডেশন।
যখন বিভিন্ন অর্থহীন ও ছাইপাঁশ বস্তুকে পরিকল্পিতভাবে বাজারজাত করা হচ্ছে, মিডিয়া সুনিপুণ কারিগরি দক্ষতায় বিষবাষ্প ছড়িয়ে যাচ্ছে, ঠিক সে সময়ে এসে আত্মশুদ্ধি ও শুদ্ধ চিন্তার বিকাশ কতটা গুরুত্বপূর্ণ তা সহজেই আন্দাজ করা সম্ভব। তরুণপ্রজন্ম আজ যে সময়ের ভেতর দিয়ে অতিক্রম করছে, সময়টাকে আমরা প্রচণ্ড উত্তপ্ত ও অস্থির সময় বলে আখ্যা দিতে পারি। উপনিবেশ, প্রাচ্যবাদ, পশ্চিমাকরণ, বিশ্বযুদ্ধ, জায়োনিজম, স্বাধীনতাযুদ্ধ, পরাজিত সভ্যতা, গণমাধ্যমের প্রভাব, মনস্তাত্ত্বিক দাসত্ব, আধুনিক জাতিরাষ্ট্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, কমিউনিজম, সাম্যবাদ আরও কত কী! কিন্তু শান্তি আর শুদ্ধতা কোথায় গেলো?
সময়ের দাবিতেই আজ সুফি স্পিরিচুয়াল ফাউন্ডেশনের পরিচিতি লাভ করা যায়। সমাজ কিংবা ব্যাক্তির হৃদয়ে শান্তি প্রতিষ্ঠা করা, অনন্য মানুষ হিসেবে গড়ে তোলা, মনুষ্যত্ব জাগ্রত করার কারিগর হল সুফি স্পিরিচুয়াল ফাউন্ডেশন।
আজ মুসলমানরা সত্যিকার পথনির্দেশনা থেকে অনেকটাই বঞ্চিত। সময় এবং কালের প্রবাহে ইসলামের অনুসারীদের মধ্যে বিভাজন, ভ্রান্তির বিকাশ, সাময়িক অসুবিধার সৃষ্টি করেছে।
সময়ের প্রেক্ষাপটে আজ আমরা এটা তীব্রভাবে অনুভব করছি যে, মানবিক বিশ্বের অগ্রগতির স্বার্থেই তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে।
কারণ তারুণ্যের আছে অজয়কে জয় করার অদম্য সাহস। জ্বলে উঠতে হবে একবুক বেদনা আর উম্মাহর দরদ নিয়ে।
সুফি সাধকদের মাধ্যমেই বঙ্গে মানবতার ধর্ম ইসলাম এসেছে। বাঙালির হাজার বছরের ইতিহাসে ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনার নেপথ্যে সুফিদের বার্তাগুলোর প্রভাব অনস্বীকার্য।
সুফিদর্শনে, প্রেমতত্ত্বের গূঢ়, অপার্থিব সৌহার্দ্যময় সেবার মাধ্যমে বাংলায় সেবা ও সম্প্রীতির বার্তা দিতে চাই। আলোকিত প্রজন্ম তৈরী করতে চাই।
নতুন বিশ্বে মানবতা ও স্বর্গীয় অনুভূতি একসাথে ফিরে আসার এবং ভেদাভেদকে, দূরত্বকে, হিংসা-বিদ্বেষের আগুনকে প্রেমের আলোকে প্রজ্বলন করতে পারলেই কেবল আমাদের মানবতাবোধের জয়ধ্বনীতে হেসে উঠবে আগামীর পৃথিবী।
যন্ত্রণাদগ্ধ মানুষের মনে প্রশান্তি আর প্রেমের বার্তা পৌঁছানো, আত্মবিশ্বাস জাগানো এটাই সবচেয়ে বড় সেবা। এই সেবা প্রেম, শিক্ষা স্বাস্থ্য ও গবেষনা’র মূলনীতিকে সামনে রেখেই আমাদের পথচলা।
সুফি স্পিরিচুয়াল ফাউন্ডেশন এই বিশ্বাসের শক্তিতে উজ্জ্বীবিত হয়েই আত্মিক, আধ্যাত্মিক ও মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে।
আমাদের সুফি কোর্স সম্পর্কে জানুন
চিন্তার একটি রূপান্তরমূলক অন্বেষণ শুরু করুন, যেখানে মন ঐশ্বরিক উপলব্ধির একটি পোর্টাল হয়ে ওঠে। এই সুফি-অনুপ্রাণিত কোর্সটি আপনাকে দৈনন্দিন চিন্তাভাবনার সীমাবদ্ধতা অতিক্রম করতে এবং ভিতরের বিশাল, আলোকিত শক্তিতে জাগ্রত করতে আমন্ত্রণ জানায়।
সুফি হিলিং
- গভীর অর্থ,
- অভ্যন্তরীণ শান্তি
- আত্মশুদ্ধি
স্পিরিচুয়াল লাইফ স্টাইল
- গভীর অর্থ,
- অভ্যন্তরীণ শান্তি
- আত্মশুদ্ধি
সুফি মেডিটেশন কর্মশালা
- গভীর অর্থ,
- অভ্যন্তরীণ শান্তি
- আত্মশুদ্ধি
সুফি মেডিটেশন মেথড কোর্স
- গভীর অর্থ,
- অভ্যন্তরীণ শান্তি
- আত্মশুদ্ধি