Skip to content Skip to footer
সুফি কোর্স

সুফি মেডিটেশন কর্মশালা

আমরা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করার মাধ্যমেই কেবল আবেগের ঝড় থেকে বাঁচার জন্য আশ্রয় খুঁজে পেতে পারি। আমাদের চারপাশের সবকিছুই যখন অস্থিতিশীল তখন নিরাপত্তা কেবল তাঁর কাছেই পেতে পারি। মুক্তি বা পরিত্রাণ হলো আল্লাহর প্রতিশ্রুতিতে আশ্বস্ত হওয়া—যখন কিনা জীবন আমাদের অনিশ্চয়তায় পূর্ণ।

কোর্স ইন্সট্রাক্টর

খাজা ওসমান ফারুকী

উদ্ভাবক, সুফি মেডিটেশন মেথড

কোর্স ওভারভিউ

সুফি মেডিটেশন কোর্স একটি ধ্যানভিত্তিক প্রশিক্ষণ। এটি হলো সর্বাধুনিক ও বিজ্ঞানসম্মত স্পিরিচুয়াল মেডিটেশন পদ্ধতি। আপনার মূল-সত্তাকে উপলব্ধি করার একটি পথ। সুফি মেডিটেশন মানে নিজেকে টুকরো টুকরো করে জানার সাধনা। দেহ-মনে জমে থাকা বহু বছরের বিকার, যাতনা ও ব্যাধি থেকে মুক্তির সহজ উপায়। আধ্যাত্মিকতা, বাস্তব জীবনের উন্নতি, স্বাস্থ্য বা ফিটনেস যাই হোক না কেন—আপনার আকাঙ্ক্ষা অর্জনে আপনাকে সহযোগিতা করার জন্যেই এই সুফি মেডিটেশন কোর্স। উক্ত কোর্সের পরিচিতি মূলক আয়োজনই হচ্ছে স্পিরিচুয়াল ওয়ার্কশপ।  সংক্ষেপে, স্পিরিচুয়াল ওয়ার্কশপ এর উদ্দেশ্য হলো:

  • মন, দেহ ও আত্মার শিথিলায়ন শেখানো।
  • চেতনার গভীরতা অর্জন এর পদ্ধতি দেখানো।
  • শান্ত, সুখী, আনন্দপূর্ণ ও স্বাস্থ্যকর অস্তিত্ব গড়ে তোলার জন্য একটা সহজ ধারণা দেয়া।
  • আমাদেরকে বর্তমানে বাস করা শেখায়।
  • আমাদের ‘ফ্রিকোয়েন্সিকে’ উন্নত করে।
  • অসীম তথ্য আর বুদ্ধি ভাণ্ডার খুলে দেয়।
  • চাপমুক্ত হতে সাহায্য করে।
  • ইন্দ্রিয়কে শক্তিশালী করে এবং ফোকাস করার ক্ষমতা বাড়িয়ে দেয়।
  • মনের অন্তর্নিহিত কথা বুঝতে সাহায্য করে।
  • নিজেকে ভালোবাসতে শেখায়।
  • স্বাস্থ্যের উন্নতি হয়, রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি হয়।

সর্বোপরি আপনার অস্তিত্বকে পরম করুণাময় স্রষ্টার নির্দেশিত রেখায় মিলিত করার সহজ রূপরেখা পাবেন এই স্পিরিচুয়াল ওয়ার্কশপে। এই কর্মশালাকে এমনভাবে সাজানো হয়েছে যেখানে একটু একটু করে নিজের ভেতরের জগৎটাকে আবিষ্কার করা হবে। সুফি মেডিটেশন (মুরাকাবা) আধুনিক মনোবিজ্ঞা এবং আধ্যাত্মিকতা, অধিবিদ্যা এসব বিষয় নিয়ে কিছু আলাপ হবে। এবং মেডিটেশন পদ্ধতি সহ প্রাসঙ্গিক বিষয় নিয়ে কিছু অনুশীলন। স্পিরিচুয়াল এক্সারসাইজ, জিকির এবং শ্বাস-প্রশ্বাস এর ব্যায়ামসহ সুফি মেডিটেশন এর প্রাথমিক সবকিছুই শেখানো হবে।

উপসংহার

উক্ত কর্মশালায় জিকির-মুরাকাবা করার মধ্যে দিয়ে আত্মভ্রমণের অনুভূতি আপনাকে অন্য এক অপার্থিব জগতে নিয়ে যাবে। যেখানে নিজ আত্মার সঙ্গে সৃষ্টি জগতের একাত্ম হওয়ার সূত্রটি আবিষ্কৃত হয়ে যাবে খুব সহজেই। সুফি মেডিটেশন নিয়মিত অনুশীলনের মাধ্যমে আপনি এক উজ্জ্বল, উষ্ণ, প্রশান্তিময় ও কর্মমুখর জীবনের রোমাঞ্চকর অভিজ্ঞতা লাভ করবেন। অর্জন করবেন মানসিক প্রশান্তি, আধ্যাত্মিকতা ও সর্বাঙ্গীণ সুস্থতা।

  • ঢাকা সুফি সেন্টার, নারিন্দায় ফ্রি সেশন অনুষ্ঠিত হয় প্রতি ইংরেজি মাসের ২য় এবং শেষ শুক্রবার।
  • আপনার জন্য উন্মুক্ত। একটা ফ্রি সেশনে অংশ নিন।
  • আসন সীমিত তাই আগেই বুকিং কনফার্ম করতে হবে।

কোর্সটি করতে যোগাযোগ করুন

FREE ৳2500