মতাদর্শের ক্ষেত্রে সুফিবাদ ইসলাম ধর্মেরই একটি শাখা। এমন ধারণার বিরুদ্ধে একটি মতাদর্শ বহাল থাকলেও তার অনুসন্ধান হয়েছে খুবই কম। সুফিবাদের শ্বাসমূলটা যা বলে তার ভিত্তিতে পেছনে গেলে এর একটা সুচিন্তিত মতাদর্শিক ভিত্তি পাওয়া যায় । সুফিবাদের রহস্যময়তা, পরমাত্মা, ভক্তিবাদ ইত্যাদি দ্বারা অভিহিত করা হয়। আর এইটি একেবারেই সত্য, ধর্ম হিসেবে ইসলাম ছাড়া, হিন্দু ও খ্রিস্টিয়…
সুফিরা যে জগতে ডুবে থাকেন এবং স্রষ্টার সাথে তাঁদের যেভাবে যোগাযোগ হয়, তার মাধ্যমে তাঁরা সত্যে উপনীত হন। আর আমরা বিজ্ঞানীরা পরীক্ষা—নিরীক্ষা, নানান রকম যাচাই—বাছাই করে, এখানে ওখানে, লন্ডনে, দিল্লিতে, মস্কোতে একই জিনিস পরখ করে তারপর একটা সত্যে উপনীত হই।
অবাক হওয়ার মতোই ব্যাপার যে, বহুক্ষেত্রে আমরা বিজ্ঞানীরা যে সত্যে উপনীত হই, সুফিরা তাদের নিজস্ব পদ্ধতিতে…