Skip to content Skip to footer

খাজা ওসমান ফারুকীর কুরআন দর্শন

কেন কুরআন বোঝাটা জরুরী?

হেদায়েতের বা পথপ্রদর্শনের  মহাগ্রন্থ আল কুরআন। মানবজীবনকে সকল পথে, সকল উপায়ে, সকল মাত্রায় আলিঙ্গন করে, নিকষিত, বিকশিত ও বিভূষিত করে কুরআনের শিক্ষা। সত্যের সন্ধান করা এবং সত্যের কাছে পৌঁছানোর চেষ্টা মানুষের চিরায়ত অভ্যাস। মানুষের সামনে কিছু জিজ্ঞাসা এমন থেকেছে যার সমাধানে সে সর্বদা সংগ্রাম করে চলেছে। যেমন, তার নিজের অস্তিত্ব, বিশ্বজগতের বাস্তবতা এবং তার স্রষ্টা তার সামনে প্রশ্নবোধক চিহ্নের মতো সতত বিরাজমান।

মানুষ কোথা থেকে এসেছে? কেন তাকে পৃথিবীতে পাঠানো হয়েছে? এতে তার অবস্থান কী? কেন মানুষের মধ্যে ভালো এবং মন্দ মানুষ পাওয়া যায়? ভালো-মন্দের কোনো মানদণ্ড আছে কি? মানুষ কাজ করতে স্বাধীন না বাধ্যগত? তার জন্য কোনো পথনির্দেশের উৎস আছে কি? এই জগৎ কি চিরন্তন, না এর শেষ হওয়া অবধারিত? অনুরূপ অনেক প্রশ্ন প্রাচ্য ও প্রতীচ্যের জ্ঞানী ও চিন্তাশীল মানুষের সম্মুখে হাজির থেকেছে, যাদেরকে দুনিয়া দার্শনিক এবং হাকিম বলে জানে। মানুষের চিন্তা-চেতনার বিকাশ ও প্রশিক্ষণে এই মানুষগুলো বিরাট ভূমিকা রেখেছেন, কিন্তু যেহেতু তাঁরা তাঁদের নিজস্ব উপলব্ধি- শক্তির উপর নির্ভরশীল, তাই মানুষের সম্মুখীন এসব মৌলিক সমস্যার উত্তরে তাঁরা একমত হতে পারেননি। ফলত, দর্শনশাস্ত্রে এসব প্রশ্নের উত্তরে কোনো ঐক্য ও সাযুজ্য নেই।

মানুষের সম্মুখীন এই প্রশ্নগুলোর গুরুত্ব এখানে যে, মানুষের দৃষ্টিভঙ্গি এগুলোর উত্তরের উপর নির্ভর করে। গন্তব্যে পৌছানোর জন্য যেমন সঠিক পথ বেছে নেওয়া প্রয়োজন, তেমনি মানবজীবনে সঠিক দৃষ্টিভঙ্গি অবলম্বন করা সাফল্য ও বিজয়ের সঙ্গে জীবনের গন্তব্যে পৌঁছানোর জন্য প্রয়োজন। এটা ধর্মের ক্ষেত্র, তাই ধর্মও দার্শনিকদের উপরোক্ত প্রশ্নগুলোতে অবতীর্ণ হয়েছে। এসবের উত্তর হয়েছে পয়গম্বরদের শিক্ষা এবং প্রেরিত কিতাবের বিষয়বস্তু। আল কুরআন হেদায়াত ও পথনির্দেশের সর্বশেষ ঐশীগ্রন্থ। এতে যেখানে জীবনের অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে দিক-নির্দেশনা দেওয়া হয়েছে, সেখানে দর্শনের মৌলিক সমস্যা সম্পর্কেও নির্দেশনা হাজির করা হয়েছে। সুতরাং কুরআন বোঝাটা বেশ জরুরী।

আত্মনিমগ্ন ধ্যানাবস্থায় কুরআন যত সহজে অনুধাবণ করা যায় তা শুধু পড়ে সম্ভব হয় না।

মানবতার শান্তি, উন্নতি ও মুক্তির সনদ ঐশীগ্রন্থ আল-কুরআন একটি পরিপূর্ণ জীবন বিধান। এর প্রতিটি শব্দের পরতে পরতে মানব কল্যাণের কথা নিহিত রয়েছে। এই কুরআনের প্রতিটি বাক্য ও শব্দ গভীর তাৎপর্যপূর্ণ। তাই যুগ যুগ ধরে এর গভীর মর্মার্থ উদ্ধারে মুসলিম মনীষীরা সাধনা করছে। কুরআন ইসলামের ধর্মীয় বিশ্বাসের মূল উৎস, ধর্মের রুহ ও মানব আত্মার সঞ্জীবনী। তাই প্রত্যেকের জন্য কুরআন বোঝা, কুরআনের মর্ম অনুধাবন করা এবং যে লক্ষ সামনে রেখে মানবজাতিকে কুরআন দান করা হয়েছে তা সর্বক্ষেত্রে বাস্তবায়ন করার জন্য সর্বাত্মক চেষ্টায় সচেষ্ট থাকা ।

পবিত্র কুরআনুল কারিম আমরা সবাই কম-বেশি তিলাওয়াত করি, অনুবাদ ও তাফসির পড়ি, কিন্তু কুরআনের সঙ্গে আমাদের বন্ধনটা কেমন যেন প্রাণহীনই থেকে যায়। ৩০ পারা কুরআন আমাদের কাছে অধরা রহস্য মনে হয়। কুরআনের নুকুশ তথা বাহ্যিক শব্দগুলোর অর্থ ও ব্যাখ্যা-বিশ্লেষণ আমরা জানলেও কুরআনের মর্মার্থ আমরা বুঝতে সক্ষম হই না। কুরআনুল কারিম যে আসলে কতটা বৈচিত্রময় তাও আমরা যথাযথভাবে উপলব্ধি করতে পারি না।

কিন্তু কেন?

কারণ কুরআন অধ্যয়নের মূলনীতিগুলো আমাদের জানা নেই। তাদাব্বুরে কুরআন তথা কুরআন নিয়ে চিন্তা-ফিকির ও গবেষণা করার সঠিক পথ ও পন্থা এবং মূলনীতিগুলো আমাদের অজানা। কীভাবে কুরআন অধ্যয়ন করলে কুরআনুল কারিম আমরা সহজে বুঝতে পারবো তাও আমরা জানি না।এক কথায় প্রিন্সিপলস অব কুরআন জানা নাই। আপনাকে কুরআন বুঝার ও কুরআন নিয়ে গবেষণা করার সংশ্লিষ্ট যতগুলো মূলনীতি আছে সবগুলো সম্পর্কে এবং কুরআনের মর্মার্থ বুঝতে যা যা প্রয়োজন, সবগুলো বিষয়ের সঙ্গে একটি সহজ-সরল সেতুবন্ধন তৈরি করে দিবে আমাদের কোর্সে। কুরআনের উপর গবেষণা ও বিশ্লেষণ চালিয়ে কুরআন অধ্যয়নের মূলনীতি ও কুরআন বোঝা তথা তাদাব্বুর ফিল কুরআনের জন্য যেসকল বিষয় প্রয়োজন, আমরা সে বিষয়গুলোকে সবস্তিরে উল্লেখ করবো।

আপনি নিজ ভাষায় অনুবাদ, তাফসির ও মর্মার্থ বুঝতে চাইলে এবং কুরআন সম্পর্কে চমকপ্রদ সব তথ্য জানতে চাইলে এই #লাইটঅফদ্যহলি_কুরআন কোর্সটি আপনাকে অবশ্যই করতে হবে। এবং এই কোর্সটি সম্পন্ন করলে আপনি সহজেই বুঝতে সক্ষম হবেন কুরআন আসলে কতটা বৈচিত্রময়। কুরআনুল কারিম কতটা সহজ! সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কোর্সের প্রতিটি বিষয় কুরআন ও হাদিস দ্বারা প্রমাণিত। প্রতিটি বিষয়ে কুরআন ও হাদিসের একাধিক রেফারেন্স রয়েছে। কুরআন আল্লাহ আআলার ঐশীগ্রন্থ মহাবিশ্বের বিস্ময় অলৌকিক ও মুজিজাপূর্ণ একটি কিতাব। কুরআন পূর্বের সমস্ত কিতাবের সারনির্যাস তথা পূর্বের কিতাবে উল্লেখিত সমস্ত বিষয়বস্তুকে অন্তর্ভুক্ত করে নিয়েছে। এক কথায় এই পরিচিতিমূলক আলোচনার মাধ্যমে একটি সমুদ্রের বর্ণনা দিয়েছি মাত্র। যারা কুরআনের গভীর সমুদ্রে অবগাহন করতে চায় তাদের জন্য লাইট অফ দ্য হলি কুরআন কোর্সটি করা অবশ্য কর্তব্য!!

Leave a comment