Skip to content Skip to sidebar Skip to footer

সুফি স্পিরিচুয়াল ফাউন্ডেশন

এখন পরিবেশজুড়ে ছড়িয়ে আছে দুনিয়াসর্বস্ব বস্তুবাদের প্রকট দুর্গন্ধ।
সোশ্যাল মিডিয়াজুড়ে অর্থহীন ও কাণ্ডজ্ঞানহীন তরুণদের জয়জয়কার। এতসব সমস্যার ভিড়ে একজন তরুণের জীবনকে অর্থবহ করে তোলার ফুরসত কোথায়?
বস্তুত বিরাট চ্যালেঞ্জের মুখে যুদ্ধটা এখানেই।
তাই সুফি স্পিরিচুয়াল ফাউন্ডেশন
যখন বিভিন্ন অর্থহীন ও ছাইপাঁশ বস্তুকে পরিকল্পিতভাবে বাজারজাত করা হচ্ছে, মিডিয়া সুনিপুণ কারিগরি দক্ষতায় বিষবাষ্প ছড়িয়ে যাচ্ছে, ঠিক সে সময়ে এসে আত্মশুদ্ধি ও শুদ্ধ চিন্তার বিকাশ কতটা গুরুত্বপূর্ণ তা সহজেই আন্দাজ করা সম্ভব।
তরুণপ্রজন্ম আজ যে সময়ের ভেতর দিয়ে অতিক্রম করছে, সময়টাকে আমরা প্রচণ্ড উত্তপ্ত ও অস্থির সময় বলে আখ্যা দিতে পারি।
উপনিবেশ, প্রাচ্যবাদ, পশ্চিমাকরণ, বিশ্বযুদ্ধ, জায়োনিজম, স্বাধীনতাযুদ্ধ, পরাজিত সভ্যতা, গণমাধ্যমের প্রভাব, মনস্তাত্ত্বিক দাসত্ব, আধুনিক জাতিরাষ্ট্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, কমিউনিজম, সাম্যবাদ আরও কত কী!
কিন্তু শান্তি আর শুদ্ধতা কোথায় গেলো?

Leave a comment